লালমনিরহাট আদিতমারীতে ৮টি ইউনিয়ন পরিষদের সদস্যগণের অংশগ্রহণে ১৯ থেকে ২০ মে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ মে) বিকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায়, আদিতমারী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ইএসডিও এর জেলা ম্যানেজার দৌলতুন্নেছা প্রমুখ।
প্রশিক্ষণে ২য় ব্যাচে উপজেলার কমলাবাড়ী ও সারপুকুর ইউনিয়নের ২৪ জন সদস্য অংশগ্রহণ করে।
এর আগে দুর্গাপুর ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্যগণের প্রশিক্ষণ ১৭ থেকে ১৮ মে ১ম ব্যাচটি শনিবার (১৭ মে) উদ্বোধন করা হয়।
পর্যায়ক্রমে সাপ্টীবাড়ী ও ভাদাই ইউনিয়ন পরিষদের সদস্যগণের প্রশিক্ষণ ৩য় ব্যাচে ২১ থেকে ২২ মে এবং পলাশী ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্যগণের ২৪ থেকে ২৫ মে ৪র্থ সমাপনী প্রশিক্ষণ প্রদান করা হবে।
কেকে/ এমএস