মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫,
২৯ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
শিরোনাম: রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ      এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস      সোমবারের উল্লেখযোগ্য সংবাদ      ফের বাড়ল স্বর্ণের দাম      জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      
দেশজুড়ে
ঈদ সামনে রেখে সালথায় প্রস্তুত সাড়ে ৩ হাজার কোরবানির পশু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:৩১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ। এবার চাহিদা মতো সাড়ে ৩ হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার পরও বিভিন্ন এলাকার খামারিরা ও বিভিন্ন কৃষি পরিবার গরু ও ছাগল প্রস্তুত করছেন কোরবানির জন্য।

জানা গেছে, এবছর উপজেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ৩ হাজার ২০০ টি গরু ও ছাগল। সেখানে ৩ হাজার ৬৩২টি গরু ও ছাগল কোরবানির জন্য প্রস্তুত আছে। এরমধ্যে গরু ১ হাজার ৭শ ৫৫টি ও ছাগল ১ হাজার ৮শ ৭৭টি। 

উপজেলার ৭শ ৪৯ জন খামারী ও গাইরেস্ত পশু প্রস্তুত করেছেন। গত বছরের তুলনায় এবার কোরবানির জন্য গরু বেড়েছে, আর ছাগল কমেছে। 

উপজেলার রায়েরচর গ্রামের গরু খামারি সাহাদৎ হোসেন বলেন, পাঁচ বছর ধরে কাচা ঘাসসহ ন্যাচারাল খাদ্য খাইয়ে গরু লালন পালন করে আসছি। এ বছর ৬/৭ ষাড় গরু কোরবানির জন্য বিক্রি করা হবে। গরু পালন একটি লাভজনক ব্যবসা। আশা করি লাভবান হবো।

সাধুহাটি গ্রামের গরুর খামারি আকরাম হোসেন বলেন, গরু লালন-পালন অবশ্যই লাভজনক। তবে এবছর গো-খাদ্যের দাম বেশি। তাই লাভ কম হবে। আমি ৪/৫ টি ষাড় বিক্রি করবো কোরবানিতে। 

সালথা গ্রামের এহসান চৌধুরী নামে আরেক খামারী জানান, গত বছরের তুলনায় এবার খামারে গরু তৈরি করতে খরচ অনেক বেশি। তারপরও কোরবানির ঈদে গরুর দাম ভালো পাওয়ার আশায় খামারিরা গরু প্রস্তুত করছে। ষাড় গরু যা আছে বিক্রি করে দিয়ে নতুন করে বাছুর এনে পালন করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, এবছর কোরবানিতে পশু চাহিদার থেকে বেশি পশু প্রস্তুত আছে। গরু ও ছাগলগুলো স্বাস্থ্যসম্মতভাবে পালন হয়েছে। আমরা গরু-ছাগলের খামারসহ গাইরস্তদের পশুগুলোর প্রতি খোঁজখবর নিচ্ছি এবং স্বাস্থ্য বিষয়ক সব ধরণের পরামর্শ দিয়ে আসছি। আমরা হাটগুলোতেও পশুর স্বাস্থ্য পরীক্ষা করবো।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, এবছর কোনবানিতে পশুর হাটগুলোতে প্রশাসনের কড়া নজরদারী থাকবে। যাতে করে ক্রেতা ও বিক্রেতাদের কোন অসুবিধা না হয়। কয়েকদিন পর থেকেই পশুর হাটে শুরু হবে বেচা-কেনা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ঈদ   সালথা   কোরবানির পশু   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস
অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি
রোনালদোয় মুগ্ধ এমবাপে
চলে গেলেন কালাচাঁদ মিয়া, মির্জা ফখরুলের শোক

সর্বাধিক পঠিত

আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close