গাজীপুরের কাপাসিয়ার জমি সংক্রান্ত বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (৯ মে) সকাল ৭টায় সময় উক্ত বিবাদীগণ দা, লাঠি, লোহার রড, শাবল, ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জনতাবদ্ধে আমাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া আমাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী পনির হোসেন।
অভিযুক্তরা হলেন, ১। শহিদুল্লাহ (৪৫), পিতা-আবুল কাশেম, ২। দেলোয়ার হোসেন বাদল (৫২। পিতা-আবুল কাশেম, ৩। রাতুল (২২), পিতা-শহিদুল্লাহ, ৪। কামরুজ্জামান শামীম (৪০), পিতা-মজিবুর রহমান, ৫। মোস্তাফিজুর রহমান (৩৮), পিতা-মজিবুর রহমান, সর্ব সাং-কামরা, থানা-কাপাসিয়া, জেলা গাজীপুর।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে আমাদের ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। আমরা বাধা প্রদান করলে আমাদের মারপিটসহ খুন জখম করার হুমকি দেয়। আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। ইহাতে বিবাদীগণ আমাদের ওপর আরো বেশি ক্ষিপ্ত হইয়া আমাদের মারপিট করার সুযোগ খুঁজতে থাকে।
আমার মা সমোলা বেগম (৬৫), স্ত্রী মারুফা (২০) (চার মাসের অন্তঃসত্ত্বা) দ্বয় প্রতিবাদ করিলে বিবাদীগণ তাদের হত্যার হুমকি দিয়ে এলোপাতাড়িভাবে কিল ঘুসি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ১নং বিবাদী শহিদুল্লা তার হাতে থাকা লাঠি দিয়া আমার মায়ের কোমরে বাড়ি মারিয়া গুরুতর হাড় ভাঙা জখম করে। ৩নং বিবাদী রাতুল তার হাতে থাকা লাঠি দিয়া আমার মা’কে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি দিয়া ফোলা জখম করে।
আমার স্ত্রী মারুফা আমার মাকে রক্ষা করার চেষ্টা করিলে বিবাদী কামরুজ্জামান শামীম আমার স্ত্রীর চুলের মঠি ধরিয়া টানাহেঁচড়া করিয়া মাটিতে ফেলে জখম করত পরিহিত মেকছি টানিয়া ছিঁড়িয়া শ্লীলতাহানি ঘটায়। বিবাদী দেলোয়ার হোসেন বাদল আমার মায়ের পরিহিত মেকছি টানিয়া ছিঁড়িয়া শ্লীলতাহানি ঘটায়।
উল্লেখিত সময়ে বিবাদী কামরুজ্জামান শামীম আমার স্ত্রীর ডান হাতে থাকা একটি আইফোন-15 pro Max মোবাইল, যার সিম নং-019057622446 মূল্য ২,৫৬,৫০০/- টাকা চুরি করিয়া নিয়া যায়। আমার মা ও স্ত্রীর ডাক চিৎকারে আমিসহ প্রতিবেশী লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ আমাদের বসতবাড়ির টিন বেড়া ও ইটের বাউন্ডারি এবং রান্নাঘর ভাংচুর করিয়া অনুমান ১,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করতঃ আমাদেরকে জীবন নাশের হুমকি দিয়া চলিয়া যায়। আমি লোকজনের সহায়তায় আমার মা ও স্ত্রীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুর নিয়া ভর্তি করিয়া চিকিৎসার ব্যবস্থা করি।
অভিযুক্ত দেলোয়ার হোসেন বাদল বলেন, অভিযোগকারীরা আমার প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। মারামারির ঘটনা সঠিক নয়। আমি তাদের নিয়ে জমি সংক্রান্ত সমস্যা সমাধান করে ফেলব।
প্রবাসী পনির হোসেন বলেন আমার প্রতিপক্ষরা সরকারি গুহালট বন্ধ করে স্হাপনা করেছে এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে আমি ইউএনও ও এসিল্যান্ড স্যারের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছি এবং আশা করি ন্যায়বিচার পাব।
কাপাসিয়া থানার এস আই মোসলেম উদ্দিন বলেন আমরা অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস