বাহুবলে মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ২:৩৮ পিএম

ছবি: খোলা কাগজ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে হবিগঞ্জ বিরতিহীন বাস-ঢাকা মেট্রো-ব ১৪-২৯৭০ ও ট্রাক নং ঢাকা মেট্রো-ড- ১১-২৬৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক মো. সোহেল মিয়াসহ ২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক সোহেল মিয়া গাড়ি নিয়ে সম্ভপুর থেকে বাহুবল যাচ্ছিলেন। তিনি উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে পৌঁছামাত্রই হবিগঞ্জ থেকে চেড়ে আসা বিরতিহীন বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের সাইডে পড়ে যায়। তাৎক্ষণিক পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ট্রাকচালক সোহেলকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানীতে প্রেরণ করেন।
এমতাবস্থায় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় আধা ঘণ্টা বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম ও পুটিজুরি পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে আসলে যানচলাচল স্বাভাবিক হয়।
কেকে/এএস