সোমবার, ১৯ মে ২০২৫,
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

সোমবার, ১৯ মে ২০২৫
শিরোনাম: কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া      বিএনপি গায়ের জোরে নগর ভবনে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ      ৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা      সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়      নগরভবন ব্লকেড, গুলিস্তানে যান চলাচল বন্ধ      নুসরাত ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্র উপদেষ্টা      দিনাজপুরে ট্রা‌ক-মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে একই অফিসের নিহত ৫      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনসহ চবি ছাত্রদলের ৫ দফা দাবি
চবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ১১:২৪ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। 

রোববার (১৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও ব্যয়বহুল পরিবেশে জীবনযাপন করতে হচ্ছে। এতে করে শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদে নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরাতন হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘নিরাপদ ক্যাম্পাস এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমরা আশা করি প্রশাসন দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় চবি উপাচার্য ছাত্রদলকে আশ্বস্ত করেন। দাবিগুলো যৌক্তিক, তারা পর্যালোচনা করে ব্যবস্থা নিবেন। স্মারকলিপি নিয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, ‘আমাদের শিক্ষার্থী ভাইবোনেরা দিনের পর দিন আবাসিক সংকটে ভুগছে। অথচ বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক হওয়ার কথা ছিল। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নির্মাণের উদ্যোগ নিক, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করুক। যতদিন নতুন হল নিমার্ণ না হবে শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া হোক।’

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্মারকলিপির বিষয়ে জানান— ‘আবাসন সংকট নিরসন শিক্ষার্থীদের প্রাণের দাবি। হলে স্থান সংকুলান না হওয়ায় স্যাঁতস্যাঁতে পরিবেশে বাহিরে অস্বাস্থ্যকর কটেজে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত নতুন হল নিমার্ণের উদ্যোগ গ্রহণ করা ও বর্তমানে আবাসন সুবিধার বাহিরে থাকা শিক্ষার্থীদের ভাতা প্রদান করা। এসব দাবি মেনে না নিলে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিবে চবি ছাত্রদল।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  চবি   ছাত্রদল   শিক্ষার্থী   আবাসন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া
বিএনপি গায়ের জোরে নগর ভবনে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ
৭ দফা দাবিতে চবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ঈদ সামনে রেখে সালথায় প্রস্তুত সাড়ে ৩ হাজার কোরবানির পশু
সাহসিকতার স্বীকৃতি পেলেন চাকা খুলে যাওয়া বিমানের ক্যাপ্টেনসহ অন্যরা

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে হেলে পড়া ৭ তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস
পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে বিভিন্ন গ্রাম
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে জখমের অভিযোগ
রায়গঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও নামসর্বস্ব এনজিও

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close