সোমবার, ১৯ মে ২০২৫,
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

সোমবার, ১৯ মে ২০২৫
শিরোনাম: ৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা      সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়      নগরভবন ব্লকেড, গুলিস্তানে যান চলাচল বন্ধ      নুসরাত ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্র উপদেষ্টা      দিনাজপুরে ট্রা‌ক-মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে একই অফিসের নিহত ৫      নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ      এশিয়া কাপে খেলবে না ভারত      
গ্রামবাংলা
তেঁতুলিয়ায় সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ১০:২২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সড়ক ছাড়াই একটি ছোট নালার উপর নির্মিত হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি সেতু। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ মে) দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী। 

তিনি সেতুটির নির্মাণস্থলে গিয়ে ব্যবহৃত নির্মাণসামগ্রীর (পাথর, বালি, সিমেন্ট, রড) নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি সেতুর মাপ, ডিজাইন ও গুণগত মান যাচাইয়ের জন্য প্রাথমিক তদন্ত চালানো হয়।

পরবর্তীতে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন এবং উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাগারে নমুনাগুলোর ফলাফল পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে যাওয়া একটি ছোট নালার উপর ২০২৩-২৪ অর্থবছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা, যা বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, যেখানে কোনো সংযোগ সড়ক নেই, সেখানে সেতু নির্মাণ অপ্রয়োজনীয় এবং সরকারের অর্থের অপচয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই তদন্ত চলছে।

দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী বলেন,বিষয়টি গণমাধ্যমে প্রচার ও অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিনে তদন্ত করতে এসেছি। আমরা বিভিন্ন নমুনা  এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   সড়ক   সেতু নির্মাণ   দুদক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঈদ সামনে রেখে সালথায় প্রস্তুত সাড়ে ৩ হাজার কোরবানির পশু
সাহসিকতার স্বীকৃতি পেলেন চাকা খুলে যাওয়া বিমানের ক্যাপ্টেনসহ অন্যরা
পাংশায় সরকারি জমি থেকে প্রায় অর্ধশত গাঁজা গাছ উদ্ধার
গাজীপুরে সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে হেলে পড়া ৭ তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস
অনিশ্চিত গন্তব্যে দেশ
কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে জখমের অভিযোগ
নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ
এসএসসি পাসে ‘ডাক্তার’ সাইফুদ্দিন, ফার্মেসির আড়ালে প্রতারণা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close