সোমবার, ২০ অক্টোবর ২০২৫,
৪ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ অক্টোবর ২০২৫
শিরোনাম: জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, দুইজন শনাক্ত      জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে : নুর      হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা      বিধি অনুযায়ী এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না : ইসি      রাজধানীতে নারী গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার, যৌন হয়রানির অভিযোগ      পিআর আন্দোলন জামায়াতের একটি রাজনৈতিক প্রতারণা : নাহিদ      পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ      
দেশজুড়ে
কুমিল্লা দুর্গাপুরে রাস্তা নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ
শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:১৩ পিএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার চাপরাশি বাড়িতে পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। এ বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সৃষ্ট উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষিতে এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় ২নং দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগপত্র দিয়ে সমস্যার সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান।

অভিযোগপত্রে উল্লেখিত অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মৃত নূরুল ইসলামের ছেলে রকি মিয়া (৪০), মাসুম মিয়া (৫০), মৃত হারুন মিয়ার ছেলে তামিম (২৮), আব্দুল জলিলের ছেলে হাকিম (৪০), হায়দার আলীর ছেলে মইদর আলী (৫৫), মৃত মান্নান কবিরাজের ছেলে ইয়াছিন মিয়া (৪৫), ও মৃত আনোয়ার হোসেনের ছেলে আজাদ মিয়া (৪৫)। তারা সকলেই কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন দুর্গাপুর দক্ষিণ, মধ্যমপাড়া, চাপরাশি বাড়ির স্থায়ী বাসিন্দা। অভিযোগে আরো বলা হয়েছে, অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে সংঘাতে অংশ নেন।

অভিযোগে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, তিনি ও বিবাদীগণ একই বাড়ির এবং একই গোত্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা পৈত্রিক সম্পত্তির বণ্টন অনুযায়ী নিজ নিজ অংশে বসবাস করছেন। পূর্ব পুরুষদের তৈরি করা রাস্তাটি ব্যবহার করেই তারা এবং প্রতিবেশী প্রায় ২০টি পরিবার চলাচল করে আসছে। সরকারিভাবেও পরবর্তীতে এই রাস্তাটি ঢালাই করা হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, গত ১০ মে দুপুরে রকি মিয়া, মাসুম মিয়া, তামিম, হাকিম, মইদর আলী, ইয়াছিন মিয়া ও আজাদ মিয়াসহ আরও কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে উক্ত রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

জাহাঙ্গীর আলমের দাবি, তার বড় ছেলে মঈনুল আলম রনি রাস্তাটি বন্ধ করতে দেখলে বাধা দিলে বিবাদীরা তাকে বেধড়ক মারধর করে, কিল-ঘুষি মারে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় শুধু জাহাঙ্গীর আলমের পরিবার নয়, আশেপাশের আরো অনেক পরিবার চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে। অভিযুক্তরা জোরপূর্বক রাস্তার উপর দখল কায়েম করে এবং সালিশী বৈঠকের সিদ্ধান্তও মানেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিবাদীরা যেকোনো সময় তার ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর দেয়া অভিযোগপত্রে জাহাঙ্গীর আলম আরো জানান, বিবাদীরা তার চাচাতো ভাই এবং দীর্ঘদিন ধরে তারা একই পরিবারের অন্তর্ভুক্ত একটি রাস্তা ব্যবহার করে আসছেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল আসেনি। তিনি গ্রাম আদালতের মাধ্যমে রাস্তাটি খোলার এবং পরিবারের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

জাহাঙ্গীর আলম অভিযোগে বলেন, ৫ আগস্টের পর আমার জায়গা দিয়ে জোরপূর্বক রাস্তা দখল করে সিন্ডিকেটের মাধ্যমে বিএনপির দাপট দেখিয়ে পেছনে প্লট করে আমার ক্রয়কৃত জায়গা থেকে রাস্তা চায়। না দেওয়ার কারণে আমার পরিবারের ওপর হামলা ও সরকারি রাস্তা আটকিয়ে দেওয়া হয়।

আরেক ভুক্তভোগী ফেরদৌসি বেগম বলেন, আমরা আমাদের চলাচলের রাস্তা চাই। আমাদের একমাত্র চলার পথ বন্ধ হয়ে গিয়েছে। অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। জাহাঙ্গীর আলম প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ পদক্ষেপ ও চলাচলের রাস্তা পুনরুদ্ধারে সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীমান্তে একাকার দুই বাংলা, ব্যতিক্রমী ‘সীমান্ত মিলন মেলা’
জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, দুইজন শনাক্ত
চট্টগ্রামে ডিবি পরিচয় তুলে নেওয়া সেই জুয়েলকে গ্রেফতার দেখাল পুলিশ
দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারে অপরিকল্পিত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

সর্বাধিক পঠিত

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
মাদারগঞ্জে রোগীদের বিএনপি নেতার ফলমূল ও নগদ সহায়তা
শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মৌলভীবাজারে অপরিকল্পিত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, দুইজন শনাক্ত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close