লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরিবারের পালিত গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মা ও তার ছেলে। ঘটনাস্থলে প্রাণ গেছে গরুটিরও। একই ঘটনায় আহত হয়েছেন ওই মায়ের মেয়ে।
শনিবার (১৭ মে) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখোওয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে পরিবারের গরুটি দৌড়ে গিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। ঘরটিতে চার্জে দেওয়া ছিল ব্যাটারিচালিত একটি অটোরিকশা। গরুটি সেই চার্জারের তারে জড়িয়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামাল হোসেন (৩০)। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার মা কমলা বেগম (৫৫)। পরে মা ও ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন জামালের বোন নাজমা খাতুন (২৫)। বাড়ির লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করলেও মা ও ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গোড়ল ইউনিয়ন পরিষদের সদস্য রশিদুল ইসলাম জানান, জামাল হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএম