ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনের সময় দুবাই ফেরত যাত্রীর লাগেজ থেকে পণ্য চুরির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।
বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ এপ্রিল ২০২৫-এ ফ্লাইট BG248-এর আগমনের সময় মোহাম্মদ আহমেদ নামে একজন যাত্রী তার চেক করা ব্যাগেজ নিয়ে সমস্যার কথা জানান। তার কাছে দুইটি লাগেজ ছিল; সংগ্রহ করার পরে একটি ব্যাগ সম্পূর্ণ খালি দেখতে পান। পরবর্তীতে তিনি লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে রিপোর্ট করে বলেন; খালি লাগেজে মূলত একটি এয়ার কুলার ছিল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ শুভ আইনের কারণে বিমানবন্দর ত্যাগের পূর্বে তার ব্যাগেজ থেকে এয়ার কুলারটি সরিয়ে ফেলে। যাত্রীকে নোটিশে বলা হয়েছিলো আইটেমটি (এয়ারকুলার) নিষিদ্ধ। যার প্রেক্ষিতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ নিষিদ্ধ পণ্যটি বাজেয়াপ্ত করেছে। তাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে মোহাম্মদ আহমেদ তার ব্যাগ কেটে পণ্য চুরির যে অভিযোগ করেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। উক্ত ঘটনার সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কোনো কর্মচারী জড়িত নন।
কেকে/ এমএস