রংপুরের কাউনিয়ায় নিরাপদ সড়ক ও ৭ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক ফোরাম।
বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মীরবাগ সচেতন নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ধর্স্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মাইদুল ইসলাম, ফোরামের সহসভাপতি আব্দুল্লাহ আল হাশি, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু, শিক্ষার্থী জান্নাতি বেগম, খাদিজা আক্তার প্রমুখ।
সম্প্রতি মীরবাগ জুম্মারপাড় এলাকায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মৃত্যু এবং তার আগের দিন গভীর রাতে বুড়াইল ব্রিজে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি পালিত হয়।
কেকে/এএম