শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
রাজনীতি
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ
নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণ মেনে নেবে না
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৮:০৫ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ৮:৩১ পিএম

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা বিশ্বাস করি এ সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে। আর যদি নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তালবাহানা করে তাহলে এ দেশের জনগণ তা সহজে মেনে নেবে না। আমরা বিশ্বাস করি সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে।

কয়ছর এম আহমেদ আরো বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র-জনতা। শুধু শেষ হাসিনা নয়, তার দলের অসংখ্য নেতাকর্মীও পালিয়েছে। কিন্তু আজ পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী দেশ থেকে পালায়নি। বরং এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সকল আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। সকলের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে মাফিয়া শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগকে বয়কট করা শুরু করেছে।

তিনি আরো বলেন, দেশের মানুষের মূল যে দাবি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, তার কারণ হচ্ছে এ দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে ভোট দিতে পারেনি। এই মাফিয়া শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার। তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিতে চায়। এ সরকার যে সংস্কার সংস্কার করছেন, আমরা বলব সংস্কারের অন্যতম মূল বিষয় হচ্ছে নির্বাচন।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হুসেন সভাপতিত্বে ও উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাহিন তালুকদারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা আব্দুস সাত্তার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যে কারণে ৮ প্রেমিকা ছেড়ে প্রিয়াঙ্কায় মজেছেন নিক
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়াই আমাদের কাজ
ধামরাইয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
বাংলাদেশ কৃষি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close