শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
দেশজুড়ে
দুর্গমে ‘রুপাই ভ্যালি’
জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিতে সফল দুই তরুণ
জাতীয় পর্যায়ে পেয়েছেন শ্রেষ্ঠ কৃষকের স্বীকৃতি
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৩২ পিএম

আব্দুল হালিম ও ওসমান গনী। তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী বাগান বাজার ইউনিয়নে প্রান্তিক গ্রাম চিকনেরখীলের বাসিন্দা। দুজন ভালো বন্ধুও। আব্দুল হালিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেনী সরকারি কলেজ থেকে অর্থনীতিতে ও ওসমান গনী একই কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। তবে তাদের গল্পটা সমাজের অন্য সাধারণ যুবকদের মতো নয়।

২০২০ সালে করোনার ছোবলে যখন সবকিছু অচল হয়ে পড়ে, তখন কলেজ ছেড়ে নিজ গ্রামে ফেরেন তারা। অবসর সময় কাটানোর চিন্তা থেকে মাথায় আসে চাষাবাদের। দুই বন্ধু মিলে গ্রামের কিছু ফসলি ধানিজমি লিজ নিয়ে শুরু করেন সবজি চাষ। সফলতার মুখ দেখে ধীরে ধীরে তারা গড়ে তুলেন পাঁচ একর জমিতে ‘রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্ম’ নামে দিগন্তজোড়া সবুজ সবজি খেত। লাউ, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, করলা, কাঁকরোল, টমেটো, বেগুন ইত্যাদি সবজি ছাড়াও আছে পেঁপে বাগান।

জমিতে সারা বছর উৎপাদন করছেন নানা জাতের শাক-সবজি। বছর শেষে লাখ টাকা আয় করে প্রমাণ করে দিচ্ছেন কৃষিও সম্ভাবনাময়ী। জ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ দুই বন্ধু কৃষিকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। অল্প দিনেই তাদের সফলতার গল্প ছড়িয়ে গেছে সারা দেশে। যৌথ প্রচেষ্টায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রান্তিক পাহাড় অঞ্চলের শিক্ষিত দুই তরুণ উদ্যোক্তার রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্মটি এখন সারা দেশের কৃষি উদ্যোক্তাদের হাতেকলমের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। কর্মসংস্থান হয়েছে স্থানীয় আরো অনেক মানুষের। কৃষি সংশ্লিষ্ট দেশে-বিদেশের বিভিন্ন উদ্যোক্তা ও কর্মকর্তারা তাদের স্বপ্ন প্রকল্পটি দেখে আসছেন এবং এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেরাও সফল হওয়ার চেষ্টা করছেন। কৃষি বিভাগের মাধ্যমে তাদের মডেল ছড়িয়ে পড়ছে সারা দেশে।

সম্প্রতি নিরাপদ সবজি উৎপাদনকারী সফল কৃষক হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কৃষকের সম্মান ও স্বীকৃতিও লাভ করেছেন তারা। চট্টগ্রাম জেলা পর্যায়েও তারা সম্মাননা পেয়েছেন। লেখাপড়া শেষ করে সরকারি চাকুরি বা প্রবাসীর স্বপ্ন ছুড়ে ফেলে এখন তাদের চোখে শুধু মাঠভরা সবুজ সবজি খেত তৈরি ও বাজারজাত করণের লক্ষ্য এবং মানুষকে নির্বিষ-নিরাপদ শাকসবজি খাওয়ানোই তাদের একমাত্র লক্ষ্য ও প্রচেষ্টার সংকল্প।

কৃষি উদ্যোক্তা আব্দুল হালিম জানান, তার প্রজেক্টে সবচেয়ে বেশি চাষ হয় কাঁকরোল। দুই একর জমিতে গত বছর ৭০–৮০ টন কাঁকরোল উৎপাদন হয়। যা বিক্রি হয় প্রায় ১২ লাখ টাকা। এ বছর আরো বেশি উৎপাদনের আশা তাদের। ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তার অ্যাগ্রো থেকে সবজি কিনে নিয়ে যান। ফলে হাট-বাজারে নিয়ে বিক্রি করতে হয় না।

জানা গেছে, রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্মে নিরাপদ ফসল উৎপাদনের জন্য হলুদ পাতার ব্যবহার ও ফেরোমোন জৈব পদ্ধতি এবং জৈব সার ব্যবহার করা হয়। এই দুটি বালাই দমন পদ্ধতির কারণে কীটনাশক ছাড়াই পোকামাকড় দমন করা সহজ হচ্ছে। জৈব পদ্ধতিতে খরচও কম।  কৃষি বিভাগ থেকেই নিরাপদ সবজি উৎপাদনের কলাকৌশল শেখানোসহ সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে।

কৃষি উদ্যোক্তা মো. ওসমান গণি বলেন, এখন দূর-দূরান্ত হতে প্রতিদিনই উৎসুক লোকজন তাদের ফার্ম দেখতে আসেন। জাতীয় সবজি মেলা ২০২২-এ সেরা নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পাওয়ার পর উৎসাহী লোকজন এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও তাদের ফার্ম পরিদর্শনে আসছেন। অনেকে তাদের অনুপ্রেরণায় পরিকল্পিত সবজি উৎপাদন শুরু করেছেন।

এদিকে কৃষি বিভাগের উদ্যোগে স্মল হোল্ডার অ্যাগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষক সম্প্রতি রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্ম পরিদর্শনে আসেন। বিষ বা কীটনাশক প্রয়োগ না করে জৈব প্রযুক্তির মাধ্যমে নিরাপদ সবজি চাষের কলাকৌশল দেখে তারা বেশ উৎসাহী হন।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, সরকার নিরাপদ খাদ্য উৎপাদনে বেশ জোর দিয়েছে। এ অবস্থায় রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্মের বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের সফলতা সারাদেশের জন্য একটি সুসংবাদ। চাকুরির পিছে না দৌড়ে এ দুই তরুণ কৃষিতে যে যুগান্তকারী সফলতা অর্জন করেছেন তা অনুকরণীয় দৃষ্টান্ত।

চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী বলেন, শিক্ষিত তরুণ উদ্যোক্তার ‘রুপাই ভ্যালি’ অ্যাগ্রো ফার্মটি এখন হাতেকলমের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। কীটনাশক ছাড়াও যে জৈব পদ্ধতিতে বালাই দমন করে নিরাপদ ফসল উৎপাদন করা যায় তা কৃষকরা শিখছেন।

তিনি আরো বলেন, এ ফার্মের সফল তরুণ উদ্যোক্তাদের আরো অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বিদেশে প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ রয়েছে কৃষি বিভাগের। দুই তরুণ উদ্যোক্তার ‘রুপাই ভ্যালি’ অ্যাগ্রো ফার্মটি এখন সারা দেশের কৃষি উদ্যোক্তাদের হাতেকলমের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে।

কেকে/এএম





মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়াই আমাদের কাজ
ধামরাইয়ে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
বাংলাদেশ কৃষি ব্যাংকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিএনপির নেতৃত্বে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ কাজ করতে হবে

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close