ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে একই পরিবারের ভাই-বোনের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ভিকটিমের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ভুক্তভোগী মো. আ. হাকিম ঈশ্বরগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগে জানান, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে তার ছোট ভাই মো. শরীফ মিয়া (২২) অটোরিকশাযোগে সুটিয়া বাজারে যাওয়ার পথে মাকড়ঝাপ এলাকায় ওতপেতে থাকে পথরোধ করে ধারালো দা, লোহার রড ও লাঠি দিয়ে অতর্কিতে হামলা চালায়। একপর্যায়ে ১নং আসামি শরীফ মিয়ার মাথায় কোপ মারলে তা মুখে লেগে গুরুতর জখম হয়। অপর আসামিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ সময় শরীফ মিয়ার হাতে থাকা ব্যাগ থেকে ২ লাখ ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয় ২নং আসামি মো. সাইম। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে বোন মাহমুদা আক্তারকেও মারধর করা হয় এবং তার গলা থেকে ১ ভরি ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় ৪নং আসামি মো. জিলুর রহমান। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএস