চট্টগ্রামের লোহাগড়ায় মামলা তুলে নিতে বাদিকে হুমকি প্রদানের অভিযোগ উঠছে। এ বিষয়ে মামলার বাদি কফিল উদ্দিন থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ জিডি করেছেন।
শুক্রবার (৯ মে) লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ জিডি করেছেন।
জানা যায়, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা এলাকার নুরুল ইসলাম ছেলে মিজানুল হক বাদী করে গত ২১ এপ্রিল চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন কফিল উদ্দিন।
জিডির সূত্র মতে বিবাদী মিজানসহ আরো কয়েকজন গত ৮ মে রাতে উপজেলার চুনতি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বাদিকে একা পেয়ে রেল লাইনের ৫০ গজ উত্তরে চলার পথ গতিরোধ করে বাদিকে মামলা দায়ের করার কারণে ক্ষিপ্ত হয়ে নানা রকম গাল মন্দ করে এবং মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বাদি কফিল উদ্দিন জানান, মামলা করার পরে হতে এই কিশোর গ্যাং এর লিডার মিজান প্রকাশ টোকাই মিজান আমাকে ও পরিবারের সদস্যদেরকে নানার রকম ভয়ভীতি হুমকি দুমকি দিয়ে আসছে।
তা ছাড়া তার সদস্য দিয়ে হুমকি অব্যাহত রেখেছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, মিজান বিভিন্ন মুখোশে বিভিন্ন অপকর্মের ঘটনায় জড়িত। তিনি পেশাই লোক দেখানো টমটম চালক দাবি করলেও আড়ালে চোরাই কারবার ও মাদক কারবারীদের অন্যতম ভূমিকা পালন করে।
কেকে/এআর