বেশ বিপাকেই পড়ে গেল ভারত। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রভাব পড়েছে খেলার মাঠেও। এক সপ্তাহর জন্য স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। একইসঙ্গে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিও পাচ্ছে দেশটি। ভারতে আইপিএল চলাকালীন টানা তিনটি ক্রিকেট স্টেডিয়ামে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় চরম সতর্কতা জারি করেছে প্রশাসন ও ক্রিকেট বোর্ড।
শুক্রবার (৯ মে) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অজ্ঞাতনামা এক ই-মেইলের মাধ্যমে বিস্ফোরণের হুমকি পৌঁছায়। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) হুমকির ই-মেলটি পায়। সঙ্গে সঙ্গে তা দিল্লি পুলিশকে জানানো হয় এবং তদন্ত শুরু হয়। এর পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়।
ডিডিসি’র এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘পুলিশ এসে স্টেডিয়াম ঘুরে দেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে।’
যদিও সেদিন মাঠে কোনো ম্যাচ ছিল না। তবে ১১ মে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের খেলা হওয়ার কথা ছিল। সেই ম্যাচ বাতিল হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে বিসিসিআই এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল।
এই ঘটনার ঠিক আগের দিন রাজস্থানের জয়পুরে এবং তার এক দিন আগে কলকাতার ইডেন গার্ডেনেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়। কলকাতায় হুমকির পরেও নির্ধারিত সময়েই ম্যাচ হয়, তবে নিরাপত্তা ছিল কঠোর।
গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও একই ধরনের হুমকি ই-মেল আসে। সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড এবং গোয়েন্দারা মিলে পুরো এলাকা তল্লাশি চালায়। যদিও কিছুই পাওয়া যায়নি। ই-মেলটি কোথা থেকে এসেছে তা বের করতে তদন্ত চলছে। পুলিশের ধারণা— ই-মেইলটির ব্রাউজার ও ভিপিএন ব্যবহার করে পাঠানো হয়েছে।
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে শুধু আইপিএল নয়, পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করা হয়েছে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে।
কেকে/এএম