রবিবার, ১১ মে ২০২৫,
২৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ১১ মে ২০২৫
শিরোনাম: ভয়ঙ্কর গোয়েন্দা রিপোর্ট পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধের চাপ দেয় যুক্তরাষ্ট্র      ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষ      নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম      আ. লীগ নিষিদ্ধে সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা      জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ      আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত      আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের      
খোলাকাগজ স্পেশাল
সরকারের সহযোগিতায় আ.লীগের সেফ এক্সিট
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১২:৪১ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ত্যাগ করেছেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। স্বৈরাচারের সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে আবদুল হামিদের এই ‘সেফ এক্সিটের’ নেপথ্যে কারা রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে এখনো স্বৈরাচারের সহযোগীরা রয়ে গেছেন। তারাই আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছেন। তারা আরো অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে সরকার আওয়ামী লীগের বিচারকেও বিলম্বিত করছেন। এতে মাথাচাড়া দেওয়ার সাহস পাচ্ছে পতিতরা। 

গত বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যান আবদুল হামিদ। বিমানবন্দরের সূত্রগুলো জানায়, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার সঙ্গে শ্যালক ডা. নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন। 

ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি হয়। 

এদিকে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে ‘নিজে চলে যাব (দায়িত্ব ছেড়ে দেবেন)’ বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
 
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশ ছাড়তে সুযোগ দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে ১২ সদস্যের এক প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানের কাছে স্মারকলিপি তুলে দেয়। স্মারকলিপিতে এ আলটিমেটামের কথা বলা হয়। 

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

কেন সেফ এক্সিট পাচ্ছে স্বৈরাচারের দোসররা?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের ভেতরে এখনো পুরোমাত্রায় সক্রিয় স্বৈরাচারের সুবিধাভোগীরা। তারাই নানাভাবে আওয়ামী লীগকে নিরাপদে রাখছে, বিচারপ্রক্রিয়া বিলম্বিত করছে। এদিকে সরকারের ৯০ শতাংশ আমলা ফ্যাসিস্টের দোসর বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও বলেছেন, সরকারের ভেতরে স্বৈরাচারের দোসররা রয়ে গেছেন। এমনকি সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে সরকারের মধ্যে বৈষম্যবিরোধী শক্তি কোণঠাসা হয়ে আছে বলে অভিযোগ করেছেন। 

নির্বাচনের দাবির প্রাসঙ্গিতা ব্যাখ্যা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এখনো ৯০ শতাংশ আমলা ফ্যাসিস্টের দোসর। অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত অনির্বাচিত সরকার মানুষের জন্য উপকারে আসতে পারে? সংস্কার করতে যদি ১০ বছর সময় লাগে। তাহলে কী ১০ বছর পরে নির্বাচন হবে? এই সময় ফ্যাসিস্ট আমলাদের নিয়ে চলতে পারে না। 

এ বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, এভাবে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা দুঃখজনক। সরকারের ভেতরে স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। সরকারের ভেতরে আরেক সরকার কাজ করছে।

‘কৈফিয়ত কিংবা বাস্তবতা’ শিরোনামে তথ্য উপদেষ্টা লিখেছেন, ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো। ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না, সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই৷ কিন্তু, ঠিকই প্রশাসন, বিচারবিভাগ, পুলিশে তারা স্টেইক নিয়ে বসে আছেন। স্টাবলিশমেন্ট দ্বি-দলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তের মধ্যে ছাত্র মাত্র দুজন। ছাত্র প্রতিনিধিদেরও স্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে।

তিনি আরো লিখেছেন, ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত, তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। সামরিক, বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোম্পাইজড। মিডিয়া ও ব্যবসায়ে লীগের আধিপত্য কমেনি। লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি। পুরাতন দ্বি-দলীয় বন্দোবস্ত টিকে গেছে। বিচার বিভাগ এখনো দ্বি-দলীয় বৃত্তে বন্দি। 

আবদুল হামিদের দেশ ত্যাগ সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন, এটা সরকারের বড় ব্যর্থতা। এ জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও ড. আসিফ নজরুলকে জবাবদিহি করা উচিত। তিনি বলেন, হাজারো শহিদ ও অর্ধলক্ষ আহতের রক্তের ওপর এই সরকার দাঁড়িয়ে আছে, অন্তর্বর্তীকালীন সরকার অথবা ড. মুহম্মদ ইউনূসকে এটা ভুলে গেলে চলবে না। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর, যারা অন্যায় করেছে তাদের আবার শেল্টার দিয়ে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। এমন অনেক উদাহরণ রয়েছে আওয়ামী লীগের একজন নেতা আরেকটি বড় দলের নেতার তত্ত্বাবধানে থাকছেন। আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিতে হবে। এখন তাদের অ্যাকশন নিতে হবে। কে ক্ষমতায় যাবে কে যাবে না। কার জনবল বেশি কার কম। এসব চিন্তা করে যদি তারা ছাড় দেয় তাহলে আগের অবস্থাই তৈরি হলো। তারা যদি অ্যাকশন না নেন তাহলে মনে রাখবেন, আপনার প্রতি যে জনমত তা পাল্টাতে বেশি সময় লাগবে না।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর। তিনি লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?’ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?’
 
এ ছাড়া চলতি মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি মিটিং করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই।’ 

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। তিনি ফেসবুকে লিখেছেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে! তিনি আরো বলেন, হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান।

আওয়ামী লীগকে ঠেকাতে সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থি নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহিদদের কাছে দায়বদ্ধ থাকেন। আমার মনে হয়, আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ জুলাই শেষ হয় নাই, আদতে জুলাই এখনো চলছে।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সরকার   আব্দুল হামিদ   আ.লীগ   সেফ এক্সিট   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভয়ঙ্কর গোয়েন্দা রিপোর্ট পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধের চাপ দেয় যুক্তরাষ্ট্র
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুন্দরগঞ্জে শিবিরের আনন্দ মিছিল
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দু’পক্ষের সংঘর্ষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন
নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম

সর্বাধিক পঠিত

জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষমতার ভারসাম্য দরকার: জুনায়েদ সাকি
নিষিদ্ধ হলো আ.লীগের সকল রাজনৈতিক কার্যক্রম
আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক
আওয়ামী লীগ কার্যালয় দখল করে এনসিপির অফিস
৫ মাস পর লিবিয়া থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিবচরের রিফাত

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close