কালাইয়ে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় কালাইয়ে এলএসডিতে প্রধান অতিথি হিসেবে এই ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
এ সময় আরও উপস্থিত, উপজেলার খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি অপূর্ব রায়হান চঞ্চল, উপজেলা সহকারী উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো.আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক মো. হুমাযুন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাতাল মালিক আব্দুল মান্নান হাজীসহ প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালহে মো. ইমরান জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। এই মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৬৬০ মে. টন চাল, ৩৬ টাকা কেজি দরে ৮২১ মে. টন ধান সংগ্রহ অভিযান চলবে। মোট ১১৭ জন মিলার ধান ও চাল দেবেন।
কেকে/এএস