ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনটি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক সংলগ্ন সি-শেল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী দাশ পুরকায়স্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্মিলনীতে অংশ নিতে হলে সকল সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৮ মে থেকে শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত রোকেয়া হল অ্যালামনাই অফিস কক্ষে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৭১৬৭১৪২০৮, ০১৭১১৩৫৩২১৬, ০১৮১৭০০০৪৪৮, ০১৭৬০৩২৫৪৬২।
কেকে/এএম