রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ মে) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— ফাতেমা (৪০), তার মেয়ে সাদিয়া (২০) এবং সাদিয়ার ১১ মাস বয়সী শিশু কন্যা ইসরাত।
বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোররাতে মোহাম্মদপুর থেকে দুই নারী ও এক শিশু দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। ফাতেমা ও সাদিয়ার শরীরের ৭ শতাংশ এবং শিশু ইসরাতের শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় তারা হঠাৎ আগুনে দগ্ধ হন। ওই সময় রান্না হচ্ছিল না। রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমার বোন ফাতেমা একজন আয়া হিসেবে গ্রীন রোডের একটি হাসপাতালে কাজ করে। তার স্বামী কিডনি রোগে ভুগে আগেই মারা গেছেন। চন্দ্রিমা উদ্যান এলাকার একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন তারা।
কেকে/এএম