বুধবার, ৭ মে ২০২৫,
২৪ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ৭ মে ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার রাজসিক প্রত্যাবর্তন      সোহরাওয়ার্দী হাসপাতালে দুই মাফিয়ার আধিপত্য      আইএমএফ-কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ে মীমাংসা অধরা       কুরআনে মানুষের ভারসাম্য নির্ধারণ আছে, সীমালঙ্ঘনের সুযোগ নেই      বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সমিত সোম      আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ব্যাখ্যা দিলেন নিরাপত্তা উপদেষ্টা      বার্মিজ গরু জব্দ: ছাড়িয়ে নিতে লাখ টাকার মিশন      
প্রিয় ক্যাম্পাস
সড়ক দুর্ঘটনায় আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দেখতে হাবিপ্রবি উপাচার্য
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:১৩ পিএম  (ভিজিটর : ৪০)
আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দেখতে হাবিপ্রবি উপাচার্য। ছবি : প্রতিনিধি

আহত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দেখতে হাবিপ্রবি উপাচার্য। ছবি : প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তিচ্ছু শিক্ষার্থী হামজালাকে দেখতে গিয়েছিলেন হাবিপ্রবি উপাচার্য   প্রফেসর ড. মো. এনামউল্যা।

মঙ্গলবার (৬ মে) দুপুরে তিনি আহত হামজালাকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং হামজালার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম উপস্থিত ছিলেন। দিনাজপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা. এস কে সাদেক আলী, হাসপাতাল পরিচালক, আইসিইউ, অর্থোপেডিক এবং নিউরো বিভাগের প্রধানসহ অন্যান্য কর্তব্যরত চিকিৎসকগণ আইসিইউতে চিকিৎসারত শিক্ষার্থীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। উপাচার্য  চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন। 

এ সময় উপাচার্য  ট্রেজারার  শিক্ষার্থীর চাচা এবং ভাইয়ের সাথে চিকিৎসা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থাপনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়। পরিশেষে, উপাচার্য  হামজালা’র নিকট আত্মীয় এবং শিক্ষার্থীদের ধৈর্য্য ধারণ করার জন্য আহবান করেন। এছাড়া তিনি সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, হাবিপ্রবি’র ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী মো. হামজালা সরকার গত ৫ মে ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   ভর্তিচ্ছু শিক্ষার্থী   হাবিপ্রবি   উপাচার্য   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার রাজসিক প্রত্যাবর্তন
সোহরাওয়ার্দী হাসপাতালে দুই মাফিয়ার আধিপত্য
আইএমএফ-কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ে মীমাংসা অধরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
মাদকাসক্ত যুবকের হাতে প্রতিবেশী খুন

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার তিন
একজন মতিন স্যার
স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন ছাত্রীর মৃত্যু
মৌলভীবাজার সদর উপজেলার নবনির্মিত কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন
১৫ মে বাজারে আসবে চুয়াডাঙ্গার আম

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close