ঠাকুরগাঁওয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোম ও মঙ্গলবার (৫ ও ৬ মে) জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কমিশনার, অফিসার্স ইনচাজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাসহ জেলার ৫টি উপজেলার উপজেলা রিসোর্স টিম (ইউ আর টি) এর সব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার আলোচ্য বিষয় ছিল, গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপসমূহ, ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি ও মামলার ধরন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, দেওয়ানি ও ফৌজদারি মামলার ধারাসমূহ, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া এবং বিভিন্ন রেজিস্ট্রর ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণবিষয়ক নানা দিক।
কেকে/এএস