কুড়িগ্রামের রৌমারীতে ২৮ বোতল ভারতীয় মদসহ জাইদুল ইসলাম (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি জাইদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকার মিজাল হোসেনের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উপেজলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ একটি দল। এ সময় নিজ বসতবাড়ির ঘরের এক কর্ণারে মাটিতে পুতে রাখা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ জাইদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরো বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস