এক সময় কোটি মানুষের কাছে প্রিয় যোগাযোগমাধ্যম হিসেবে জায়গা করে নেওয়া ভিডিও কলিং অ্যাপ স্কাইপ সোমবার (৫ মে) থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, এই তারিখ থেকেই স্কাইপের সাধারণ সংস্করণ ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দেওয়া হবে। তবে কর্পোরেট পর্যায়ে ‘স্কাইপ ফর বিজনেস’ আংশিকভাবে চালু থাকবে।
২০০৩ সালে চালু হওয়া স্কাইপ এক সময় ছিল ভিডিও কল ও আন্তর্জাতিক যোগাযোগের প্রধান মাধ্যম। স্মার্টফোন ও মেসেজিং অ্যাপের দুনিয়ায় উঠে আসার আগেই স্কাইপ হয়ে উঠেছিল প্রবাসীদের ভরসা, দূরে থাকা প্রিয়জনের সঙ্গে সংযোগের এক অবিচ্ছেদ্য অংশ।
স্কাইপকে ঘিরে রয়েছে অসংখ্য আবেগময় গল্প। যেমন, ওয়েলসের ওয়েং এবং চীনের ওয়েন— যাদের সম্পর্ক শুরু হয়েছিল স্কাইপ কলে, আর পরিণতি ঘটে বিয়েতে। নিউজিল্যান্ডের এরিকা স্বামীর মৃত্যুর পর মানসিক প্রশান্তি খুঁজে পান স্কাইপ চ্যাটের মাধ্যমে। চিলির স্যুসান ১৫ বছর ধরে প্রতিদিন কথা বলেছেন ইংল্যান্ডে থাকা ৯৯ বছর বয়সী মায়ের সঙ্গে— স্কাইপেই।
তবে প্রযুক্তির বিবর্তনে মাইক্রোসফট তাদের কর্পোরেট প্ল্যাটফর্ম ‘টিমস’র গুরুত্ব বাড়াতে চাইছে। মাইক্রোসফট জানিয়েছে, একই ধরনের দুটি প্ল্যাটফর্ম পরিচালনার প্রয়োজন না থাকায় স্কাইপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা এখনো স্কাইপ ব্যবহার করছেন, তারা আজকের (৫ মে) মধ্যে চ্যাট, কনট্যাক্ট ও কল হিস্টোরি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। মাইক্রোসফট আশ্বস্ত করেছে, স্কাইপ আইডি দিয়েই সরাসরি টিমস-এ লগইন করা যাবে এবং পুরনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।
তবে ব্যবহারকারীদের টিমসে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তারা চাইলে গুগল মিট, জুম বা অন্যান্য প্ল্যাটফর্ম বেছে নিতে পারবেন।
কেকে/এএম