বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      
দেশজুড়ে
রায়গঞ্জে বহিষ্কৃত শিক্ষকের জোরপূর্বক যোগদানের অপচেষ্টা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৫:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমান আবারও যোগদানের অপচেষ্টা করছে।

রোববার (৪ মে) সকালে দুর্নীতির দায়ে বহিষ্কৃত উপাধ্যক্ষ কিছু বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে কলেজে যোগদানের চেষ্টা করলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় কলেজে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ দিকে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজে ২০২০ সালে অবৈধ তদবিরের মাধ্যমে উপাধ্যক্ষ পদে যোগদান করেন লুৎফর রহমান।

যোগদানের পর থেকেই তৎকালীন অধ্যক্ষ আবু-বক্কর সিদ্দিকের সঙ্গে যোগসাজশ করে শুরু করেন অনিয়ম ও দুর্নীতির কার্যক্রম। বিভিন্ন সময় নানা অজুহাতে বিভিন্ন শিক্ষকদের চাকরি স্থায়ী করার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। ছাত্র-ছাত্রীদের থেকে বেতনের সঙ্গে তুলে নিতেন অতিরিক্ত অর্থ। নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে গত ২৫ আগস্ট তৎকালীন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান উপাধ্যক্ষ লুৎফর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মোকাম-বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত, সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নম্বর স্পেশাল পিটিশন-০১/২০২৫। বর্তমানে মামলাটি দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন রয়েছে।

যোগদানের অপচেষ্টার বিষয়ে অপসারিত উপাধ্যক্ষ মো. লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আজকে আমি কলেজে গিয়ে ছিলাম। কিন্তু কলেজের উত্তপ্ত পরিস্থিতির কারণে সেখান থেকে আমি চলে আসি। এ ব্যাপারে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমি মোবাইল ফোনে অবগত হয়েছি। আমি কলেজের কাজে রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছি। বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমান আজকে কলেজে যোগদানের অপচেষ্টা চালালে, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের তোপের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়।

কোর্টে মামলা চলমান অবস্থায় কীভাবে সে কলেজে যোগদানের অপচেষ্টা করে বিষয়টি আমার বোধগম্য নয়। কলেজের এডহক কমিটির সিদ্ধান্তক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে, শিক্ষকদের পদোন্নতির নামে টাকা আত্মসাৎ, উপবৃত্তির ফরম বিতরণের টাকা আত্মসাৎ। এবং ভর্তি, কেন্দ্র ফ্রি , ফরম পূরণসহ বিভিন্ন টাকা আত্মসাৎ ও ফেরত দেওয়ার স্বার্থে প্রতি মাসে কলেজের তহবিল থেকে ২৫ হাজার টাকা  আত্মসাৎ করেন। বিভিন্ন খাত থেকে টাকা আত্মসাতের কারণে কলেজের বৃহত্তর স্বার্থে আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে একটি মামলা দায়ের করি।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার’
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close