শনিবার, ৩ মে ২০২৫,
২০ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ৩ মে ২০২৫
শিরোনাম: এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া      ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশ ঠিক করতে পারবে না’      মহাসমাবেশ থেকে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা       ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই: আলী রীয়াজ      আবরার ফাহাদ হত্যা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ‘পানি বন্ধ করে দেওয়া ভয়াবহ আগ্রাসন, যার জবাব পাকিস্তান দেবে’      কাতার গেলেন সেনাপ্রধান      
খোলাকাগজ স্পেশাল
বেপরোয়া বিএসএফ, স্থানীয়দের প্রতিরোধ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১২:০৫ এএম  (ভিজিটর : ১৪৪)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেপরোয়া ভাব কমছেই না। বাংলাদেশিদের গুলি করে হত্যা, অববৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমানর ভেতরে ঢুকে বাংলাদেশিদের তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা অহরই ঘটাচ্ছে তারা। বাংলাদেশের প্রতিবাদ, সীমান্ত বৈঠকেও কোনো ফল মিলছে না। বিএসএফের উসকানিমূলক এসব কর্মকাণ্ডে বিজিবির পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলছে স্থানীয় জনতাও। 

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্তে বিএসএফের অপতৎপরতা বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশিরা। অবশ্য দিনভর নানা নাটকীয়তার পর গতকাল রাত ৮টায় বিজিবি ও বিএসএফের কামান্ডার পর্যায়ের বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেওয়া হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পিপুলবাড়িয়া এলাকায় বিএসএফের গুলিতে রিয়াদ হোসেন (২২) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হকসহ কয়েকজন ৩২০/৯ এস পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে একই পিলারসংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মাড়াই কার্যক্রম শুরু করেন। তখন বিএসএফ সদস্যরা দুজনকে ধরে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে নিয়ে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা ইসরাইলের ছেলে এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার এনামুলের ছেলে মো. মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

এ বিষয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি প্রক্রিয়া চলমান।

এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পিপুলবাড়িয়া এলাকায় বিএসএফের গুলিতে আহত রিয়াদ হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পিপুলবাড়িয়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। 

রিয়াদের চাচাতো ভাই সুমন মিয়া দাবি করেছেন, রিয়াদ একজন কৃষক। গত বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টির সময় রিয়াদ মাঠে গেলে ওপার থেকে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান। একপর্যায়ে একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, এমন ঘটনার খবর তারা লোকমুখে শুনেছেন। তবে কেউ অবহিত করেননি। তিনি আরও জানান, যার আহত হওয়ার কথা শুনছেন, তার বাড়িতে লোক পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি। 

বাংলাদেশি কৃষককে ধরে এসে বিজিবর কাছে মাফ চাইল বিএসএফ

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফ দুই সদস্য মাফ চেয়েছেন। গত মঙ্গলবার প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের মাফ চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। 

পোস্ট তিনি লেখেন, অতি সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন। তিনি আরও লেখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের যৌথ টহল

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। বিশেষ করে উত্তর-পূর্ব রেলওয়ে অঞ্চলজুড়ে যেসব রেলপথ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে গেছে, সেখানে নিরাপত্তা হালনাগাদ করতে শুরু হয়েছে যৌথ টহল। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একসাথে এই টহল দিচ্ছে। গতকাল এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌথ অভিযান শুরু হয়েছে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, নাশকতা এবং চোরাচালান ঠেকাতে এবং যাত্রী ও রেল সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের বেআইনি প্রবেশের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি বিভিন্ন রেল স্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিছু ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরেই এই সীমান্ত এলাকা রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশের একাধিক পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই পরিস্থিতিতে সীমান্ত ঘেঁষা রেলপথে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নজরদারি বাড়ানো জরুরি হয়ে ওঠে। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ইতোমধ্যে যৌথ টহল শুরু হয়েছে। বিশেষভাবে নজর রাখা হচ্ছে সেসব স্থানে, যেখান দিয়ে রেলপথ সীমান্ত অতিক্রমের খুব কাছে। আরপিএফ এবং বিএসএফ সদস্যরা রেল অবকাঠামো পর্যবেক্ষণ করছেন, চুরি বা নাশকতার সম্ভাব্য চিহ্ন খুঁজছেন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বেপরোয়া   বিএসএফ   প্রতিরোধ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে: উপাচার্য
‘বাংলাদেশ কোন পরাশক্তির এজেন্ডা বাস্তবায়নের গুটি হবে না’
রংপুরে জাতীয় পার্টির নেতা মিলন গ্রেফতার
এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সর্বাধিক পঠিত

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন বেগম খালেদা জিয়ার
চাঁদাবাজিতে বাঁধা, টঙ্গীতে ৬ বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক
সাদা মনের সফল মানুষ বাঞ্ছারামপুরের প্যানেল চেয়ারম্যান রফিকুল

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close