শনিবার, ৩ মে ২০২৫,
২০ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ৩ মে ২০২৫
শিরোনাম: বেপরোয়া বিএসএফ, স্থানীয়দের প্রতিরোধ      মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন বেগম খালেদা জিয়ার      ‘দেশে স্বাধীনভাবে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে’      ভারতে স্কুলের খাবারে মরা সাপ, খেয়ে অসুস্থ শতাধিক শিশু      অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব      খালেদা জিয়া দেশে ফিরছেন ৫ মে      কাশ্মীর সীমান্তে টানা ৮ম দিনেও ভারত-পাকিস্তানের গোলাগুলি      
গ্রামবাংলা
লালমোহনে দুই মাসে ১১২টি অভিযান, মৎস্য বিভাগের সাফল্য
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:২৮ পিএম  (ভিজিটর : ১০৩)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অর্জন করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরো জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।

যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারেনি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদের বাংলাদেশ কোস্ট গার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশাংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী।

কেকে/এএস

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি হাসপাতালে নেই গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট
বেপরোয়া বিএসএফ, স্থানীয়দের প্রতিরোধ
বিএনপি নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ
রুয়া নির্বাচন: নতুন অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
লোহার পাটাতন দিয়ে জোড়াতালির কালভার্ট, মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ
রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান, মুক্তি পেলেন নিখোঁজ বৃদ্ধ ও গৃহবধূ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close