টঙ্গীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:০৯ পিএম

ছবি: খোলা কাগজ
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার বড় আপাখ্যাত মাদকসম্রাজ্ঞী পারুল ও তার স্বামী মানিক মিয়াকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১ নম্বর ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকসম্রাজ্ঞী পারুল ও তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার আসামি তারা।
গ্রেফতারকৃত পারুল আক্তার পারুলী (৩৫) ও তার স্বামী মানিক মিয়া (৪২) গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর ১ নম্বর ব্লকে বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত পারুলী ও তার স্বামী মানিক দীর্ঘদিন যাবৎ এরশাদনগর এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ করত। এযাবৎকালে তারা একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে টঙ্গী উত্তরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) পরিদর্শক মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে সোবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এএস