মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসীরা মানববন্ধন করেছেন।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কুশেরচর খেয়াঘাটে এলাকাবাসী ও কুশেরচর ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে কালীগঙ্গা নদীর পাড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানা।
এ সময় বক্তব্য দেন কুশেরচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাড. এটিএম শাহজাহান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকউদ্দিন ভূইয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, স্থানীয় সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন এবং কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই কুশেরচর এলাকাবাসী নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে। কুশেরচর এলাকার দুপাড়ের হাজার হাজার কৃষক, ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীরা ব্রিজ না থাকায় খেয়াঘাটে নানা ভোগান্তির শিকার হচ্ছে। তাই একটি সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
কেকে/এএস