রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে শ্রমিক নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০:২২ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাপুর ইউনিয়ন সভাপতি ইউনুস আলীর ওপর কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সুন্দরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নয়া মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, পৌর আমীর একরামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ইউনুস আলীর ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা কেবল ব্যক্তির ওপর নয়, পুরো সংগঠনের ওপরই সরাসরি আঘাত। এই ঘৃণ্য হামলার প্রতিবাদে শ্রমিক সমাজে তীব্র ক্ষোভ ও উত্তেজনার বিস্ফোরণ ঘটেছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে।

বক্তারা আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে শ্রমিক সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় তারা সবাইকে আরও শক্ত হাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ হাট অটোস্ট্যান্ড এলাকায় তারাপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউনুস আলীর ওপর একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলার একপর্যায়ে ইউনুস আলীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং গুরুতর অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close