পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করেতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে এক কনস্টেবল আটক হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেটের কানাইঘাটের লোভাছড়ায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নারায়ণ। তিনি কানাইঘাট থানায় কনস্টবল পদে কর্মরত আছেন।
এ ঘটনার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তারা।
স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।
এ বিষয়ে কানাইঘাট থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেকে/এজে