বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় বটতইল্লা ঝিরি ভেরী বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৮) সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী এবং মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩) সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাংগারবিল গ্রামের বাড়ির পার্শ্ববর্তী বটতইল্লাঝিরি ভেড়ি বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রী পানিতে ডুবে যায়। এসময় অন্যান্য ছাত্রের মাধ্যমে সংবাদ পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।
এদিকে এ ঘটনায় সংবাদ পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন এবং এই ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানান।
কেকে/ এমএস