২৬ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামের (৪৫)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা আশুলিয়ার কাইচাবাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার বাজবি এলাকার আব্দুল জলিলের ছেলে। র্যাব-১১ এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, ১৯৯৯ সালে আড়াইহাজার উপজেলায় একটি হত্যা মামলা (নং৫ (৩) ৯৯) এর অন্যতম আসামি জহিরুল ইসলাম আত্মগোপনে চলে যান।
এর মধ্যে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে। র্যাব-১১ একটি চৌকস দল গোয়েন্দা তৎপরতার মাধ্যধে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে।
কেকে/এএস