ইমারত নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় রোধে মাঠে সক্রিয় রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর খিলক্ষেতের নামাপাড়া এবং নারায়ণগঞ্জের আমলাবসহ বিভিন্ন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ অভিযানে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা, ১৫টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ১০টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম এহসানুল মামুনের নেতৃত্বে রাজউক-এর জোন ২/২ এর আওতাধীন তেঁতুলতলা, নামাপাড়া ও খিলক্ষেত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬টি নির্মাণাধীন ভবনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৫টি মিটার জব্দ করা হয়। এছাড়াও রাজউক অনুমোদিত নকশা থেকে ব্যত্যয়কৃত অংশসমূহ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবন মালিকদের কাছ থেকে ভবন নির্মাণে ভবিষ্যতে নকশার ব্যত্যয় না করার প্রতিশ্রুতিস্বরূপ অঙ্গীকারনামা আদায় করা হয়।
এই অভিযানে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মাসুক আহমেদ, উপপরিচালক (প্রশাসন-৩) মো. আবু বকর সিদ্দীক, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা এবং উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে জোন ৪/৩-এর আওতাধীন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল, আমলাব এবং মদিনা নগর এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১০টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৫টি মিটার জব্দ করা হয়। পাশাপাশি অনুমোদিত নকশা থেকে ব্যত্যয়কৃত অংশসমূহ অপসারণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ভবন মালিকদের নিকট থেকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তদ্ব্যতীত, মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নকশার ব্যত্যয় না করার প্রতিশ্রুতিস্বরূপ ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন জোন ৪/৩-এর অথরাইজড অফিসার মো. কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার মো. আবুল ফারহা সিদ্দীক, এস এম মতিউর রহমান, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা এবং রাজউকের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
কেকে/এজে