স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কাজ করে আসছে৷
বুধবার (২৩ এপ্রিল) বেলা ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ড. ইউনূস ভবনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়ামকে আহ্বায়ক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব আহমেদকে সদস্য সচিব করে বাঁধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার যাত্রা শুরু করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাঁধন এর রক্তদাতাদের দ্বারা আমি উপকৃত হয়েছি। তাদের এই ঋণকে শোধ করতে আমার সামর্থ্য থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।
বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজী।
তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের প্রতিষ্ঠাকালীন সময়েই যুক্ত ছিলাম। আজ ২৮ বছর পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁধনের অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত অনুভব করছি।
বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের আহ্বায়ক সৈয়ব আহমেদ সিয়াম জানান, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন সারা দেশে এ পর্যন্ত ১১ লক্ষের অধিক ব্যাগ রক্তদান করেছে। ঢাবি, রাবি, জাবি, বুয়েট, বাকৃবিসহ সারাদেশে বাঁধনের কার্যক্রম রয়েছে। আলহামদুলিল্লাহ, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারও যাত্রা শুরু করল। আমরা রক্তদানে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখব, ইনশাআল্লাহ।
কেকে/এএম