জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের পূবাইলে খ্রিস্টান সম্প্রদায়ের বসতবাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল ৪১নং ওয়ার্ড নৈ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
হামলার শিকার খ্রিস্টান পরিবারের সদস্য মিন্টু কস্তা (৬০) বাদী হয়ে এ বিষয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মিন্টু কস্তা খোলা কাগজকে বলেন, স্থানীয় নাঈম হাসানের(৪৫) নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন যুবক হঠাৎ আমার বসত বড়ীতে হামলা করে। এ সময় তারা বাড়ির একটি রান্না ঘড় ও বাড়ীর টিনের বাউন্ডারি ভেংগে ফেলে। ১২ হাজার টাকাসহ স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। বাড়িতে থাকা নারীদের গায়ে হাত তোলে। নাঈম হাসান হঠাৎ দাবি করছেন এ জমি একজনের কাছ থেকে তিনি ক্রয়ের চুক্তিনামা দলিল করেছেন। অথচ আমি গত চল্লিশ বছর যাবত এই জমিতে আমার পরিবার নিয়ে বসবাস করি। এটা আমার বাবা-দাদার ভিটা। আমার বাবা-দাদা ১০০ বছরের বেশি সময় এখানে বসবাস করে।
ভুক্তভোগী মিন্টু কস্তার মেয়ে জামাই সন্জয় খোলা কাগজকে জানান, তারা বলে গেছে, যদি এই ব্যাপারে থানায় কোনো মামলা দেই তাহলে আরো বড় ধরনের হামলা করা হবে। আমরা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আমরা আমাদের ওপর এমন অত্যাচার ও নির্মমভাবে হামলার সুষ্ঠু সমাধান চাই।
ভুক্তভোগী মিন্টু কস্তার বাসার একাধিক ভাড়াটিয়া জানান, যারা ঘর ভাঙছে তারা আামাদেরকে ২৪ ঘন্টা ভিতরে বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলেছে। আর যদি না যাই, তাহলে বাসা ভাড়া তাদেরকে দিতে হবে বলেছে।
অভিযুক্ত সোনা মিয়ার ছেলে নাঈম হাসান বলেন, মিন্টু কস্তা তার প্রতিবশী শুনিল কস্তার কাছে জায়গা বিক্রি করেছে। পরে জায়গাটি আমি শুনিল কস্তার কাছ থেকে ক্রয় করছি। গতকাল আমার পোলাপাইন নিয়ে জায়গা দখলে গিয়েছিলাম। ওই সময় পোলাপাইন একটা রান্না ঘর ভেঙে ফেলেছে। আগামী ৭ দিনের মধ্যে আমার জায়গা পরিস্কার করে আমাকে বুঝাইয়া দিতে হবে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আমিরুল ইসলাম খোলা কাগজকে বলেন, যাদের বসতবাড়িতে হামলা হয়েছে, শুনেছি ওরা খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এজে