বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
প্রিয় ক্যাম্পাস
দূরত্ব ও সংকট: শাবিপ্রবির অনেক শিক্ষার্থীর ঈদ উদযাপন ক্যাম্পাসেই
এসএইচ জাহিদ, শাবিপ্রবি
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ২:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রমজান মাস শেষে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। টানা ক্লাস, টার্ম টেস্ট ও প্রেজেন্টেশনের ব্যস্ততা শেষে শিক্ষার্থীরা ছুটছে নাড়ির টানে, ফিরছে প্রিয় ঠিকানায়। তবে সবার কপালে সেই সৌভাগ্য জুটছে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনেক শিক্ষার্থীর জন্য এবার ঈদ মানেই ক্যাম্পাসের নিস্তব্ধতা, প্রিয়জনদের সান্নিধ্য থেকে দূরে এক বিচ্ছিন্ন উৎসব।

পরীক্ষার প্রস্তুতির চাপ, আর্থিক সীমাবদ্ধতা এবং সবচেয়ে বড় বাধা নিজ জেলা থেকে সিলেটের দূরত্ব—এসব কারণে অনেক শিক্ষার্থীর ঈদযাত্রা এবার অধরা স্বপ্ন হয়ে থাকছে। দেশের দূরবর্তী জেলা থেকে আসা অনেক শিক্ষার্থী থেকে যাচ্ছেন হলের একাকী কক্ষে। দুরত্ব যেন এসব শিক্ষার্থীর ঈদ আনন্দ কেড়ে নিয়েছে।

এমনই একজন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসাইন। তিনি বলেন, আমার বাড়ি দেশের  দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে। সিলেট থেকে বাড়ির দুরত্ব প্রায় সাড়ে পাঁচশত কিলোমিটার। সড়ক ও নদীপথ পেরিয়ে যেখানে যেতে আসতেই দুইদিন পার হয়ে যায়। ঈদের পরেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু, অল্প সময়ের রুটিনে যা শেষ হবে। এজন্য ঈদের ছুটির সময়টা সিলেটে থেকে পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

একই হলে থাকা স্বপন আহমেদ বলেন, কে না চায় পরিবারের সাথে ঈদ করতে। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ক্যাম্পাসে ঈদ পালন করতে যাচ্ছি। পরিচিত মানুষ গুলোর সাথে ঈদগাহে নামাজ পড়া হবে না। খুব মিস করব আমার মা, বোন ও বন্ধুদের; যাদের ছাড়া ঈদ অনেকটাই অসম্পূর্ণ রয়ে যায়।

বাড়িতে না ফেরার কারণ হিসেবে তিনি বলেন, সিলেট থেকে বাড়ির দুরত্ব সাড়ে চারশত কিলোমিটারের অধিক। দীর্ঘ এই পথ পাড়ি দিতেই সময় লাগে ১২ ঘন্টার মতো। এ ছাড়া ঈদের সময় দুরপাল্লার যানবাহনে বাড়তি ভাড়া আদায় আর জানজটের ভোগান্তির ভয় তো আছেই। পরীক্ষাও সন্নিকটে সব মিলিয়ে এবারের ঈদে বাড়িতে যাওয়া সম্ভব হলো না।

শাহপরাণ হলের শেখ ওবায়দুল্লাহ বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন পূর্ণতা পায়। তবে দক্ষিণবঙ্গ থেকে আগতরা চাইলেও তা সব সময় সম্ভব হয় না। সিলেট থেকে খুলনা অঞ্চলের দূরত্ব, সিলেট-ঢাকা মহাসড়কের যানজট এসব চিন্তা করলে অনেকের ঈদে বাড়ি ফেরার আনন্দ ফিকে হয়ে যায়। এ ছাড়া ঈদ আসলেই বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিযোগিতা শুরু হয়, যা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। ফলে প্রতিবছর একটি ঈদ সিলেটে পালন করার সিদ্ধান্ত নেন অনেকে।

শুধু দূরত্বই নয়, আর্থিক অসচ্ছলতাও অনেক শিক্ষার্থীর বাড়ি ফেরা আটকে দিয়েছে। আবাসিক হলগুলোতে থাকা একাধিক শিক্ষার্থী জানান, কিছুদিন আগেই সেমিস্টার ও ক্রেডিট ফি জমা দিতে হয়েছে। ফলে এখন অর্থসংকটে রয়েছেন। ঈদে বাড়ি ফিরলে অতিরিক্ত খরচ হবে, তাই ক্যাম্পাসেই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এভাবেই দূরত্ব ও নানা বাস্তবতার কারণে ঈদের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে শাবিপ্রবির অনেক শিক্ষার্থীর।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close