মির্জাগঞ্জে গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৬:০৯ পিএম

ছবি: খোলা কাগজ
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে মধু মোল্লা (৫০) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের এ ঘটনা ঘটেছে।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান জানান, মধু মোল্লা দীর্ঘদিন ধরে তার গাছকাটা শ্রমিকের কাজ করেন। উপজেলার ময়দা গ্রামের ক্রয়কৃত গাছ ৪-৫ জন শ্রমিক মিলে একটি গাড়িতে উঠানোর চেষ্টা করেন। এ সময়ে গাছটি মধু মোল্লার কপালে এসে পড়ে এবং সে ঘটনা স্থানে মারা যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ট্রলিতে গাছ উঠানোর সময় অসাবধানতাবসত গাছের নিচে চাপা পড়ে মধু মোল্লা নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস