বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ : আপিল বিভাগ      রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের      জোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি      ব্যবসায়ীদের দাপটে দর্শক সরকার       আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      
রাজনীতি
‘পৃথিবীতে যতটুকু শান্তি ও শৃঙ্খলা বিরাজমান তা ইসলামের কারণেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:৫৪ পিএম
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ছবি: প্রতিবেদক

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ছবি: প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামের আদর্শ যে ব্যক্তি যতটুকু ধারণ করেছে সে ততটুকু কল্যাণ লাভ করেছে। যে রাষ্ট্র ইসলামের আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, সে রাষ্ট্র সবচেয়ে ভাল এবং শান্তিপুর্ণ অবস্থায় আছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা সকলেই ব্যর্থ। তারা দেশকে লুটেপুটে খেয়েছে। মানুষ অতীতের রাজনীতিতে আর ফিরে যেতে চায় না। নতুন দেশ, নতুনভাবে সাজাতে ইসলামের অনুশাসন প্রয়োজন। পৃথিবীতে যতটুকু শান্তি ও শৃঙ্খলা বিরাজমান তা ইসলামের কারণেই। ইসলাম ছাড়া সব মতবাদ ব্যর্থ ও অসার।

বৃহস্পতিবার (২০ মার্চ) নরসিংদীর মাধবদীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ইসলামী দলগুলো নিয়ে ঐক্য করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একবাক্স দেয়ার চেষ্টা হচ্ছে। 

তিনি আরো বলেন, দূর্নীতিবাজরাই ফ্যাসিবাদি। তাই যাতে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় তাই দূর্নীতিবাজদের রুখে দিতে হবে।  

ভারত প্রসঙ্গে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারত ইতিহাসের সবচেয়ে বর্বর ও অসভ্য জাতি হিসেবে প্রমাণ করেছে। এরা দিন শুরু করে গরুর মল-মুত্র দিয়ে। এই অসভ্য জাতি মুসলমানদেরকে সভ্যতা শেখাতে চায়। তিনি ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বিরতি চলছে। এই যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ইসরায়েল একতরফা মুসলমানদের হত্যার নেশায় মেতে উঠে নিজেদের বর্বর ও হিংস্র হায়েনার পরিচয় দিয়েছে। জাতিসংঘের উচিত হবে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে এবং মাধবদী থানা শাখার সেক্রেটারি মাষ্টার মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন, জেলা শাখার সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন ভূইয়া, সহসভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুহাম্মাদ রাকিবুল হাসান, মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম, জামায়াতে ইসলামি মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক। 

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের মাধবদী থানা শাখার আমীর মাওলানা আব্দুল আজিজ, সেক্রেটারি জাফর উল্লাহ খান, খেলাফত মজলিসের মাধবদী থানার সভাপতি হিফজুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, মাধবদী থানা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফতি জয়নুল, মো. আরিফুর রহমান, মুফতি সাইদ আহমেদ, অধ্যক্ষ মু. শেখ সাদি সহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  পৃথিবী   শান্তি ও শৃঙ্খলা   ইসলাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি
পাটগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় হামলার অভিযোগ, আহত ৩০
ভিক্ষুক জলিলকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন ইউএনও

সর্বাধিক পঠিত

চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ
মহম্মদপুরে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ট্রকের ধাক্কায় প্রাণ গেলো ১০ বছরের শিশুর

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close