ইষ্টিকুটুম
ইবরাহীম আদহাম
🕐 ১২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
ইষ্টিকুটুম ইষ্টিকুটুম
মিষ্টি করে ডাকে
খুকি বসে হাসি মুখে
সেই ছবিটি আঁকে।
ইষ্টিকুটুম ইষ্টিকুটুম
উড়ে শাখে শাখে
খুকুমণি খিড়কি খুলে
হাত বাড়িয়ে ডাকে।
ইষ্টিকুটুম ইষ্টিকুটুম
কথা বলে সুরে
ডানা মেলে যেথায় খুশি
ইচ্ছে মতো ঘুরে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
