ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফড়িং এবং খোকন

মামুন সারওয়ার
🕐 ১২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

পাটকাঠিতে দিলাম আঠা
ফড়িং ধরার জন্যে
ফড়িং খুঁজি ফড়িং খুঁজি
হয়ে ভীষণ হন্যে।

কালো ফড়িং হলুদ ফড়িং
খুঁজতে খুঁজতে শেষে
তপ্ত রোদে হাঁপিয়ে উঠি
ধানের ক্ষেতে এসে।

চোখ বাঁকিয়ে মেঘে তাকাই
ফড়িং বুঝি আসলো
সত্যি সত্যি দুষ্ট ফড়িং
গুনগুনিয়ে হাসলো।

ঠিক তখনই পাটকাঠিতে
একটা ফড়িং বসলো
কাঠির আগায় একটু বসে
মাথাটা তার ঘষলো।

ঘষা শেষে বলল ফড়িং
আমায় কেন আটলা
গাবের আঠায় আটকে দিয়ে
পা দুটো তো কাটলা।

ফড়িং তখন কাঁদতে থাকে
দেয় উড়িয়ে খোকন তাকে।

 
Electronic Paper