ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিউলি ঝরা তল

উৎপলকান্তি বড়ুয়া
🕐 ১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

কাশের বনে হাঁসের পালক
পাশে নদীর গান,
ঝিলের জলে শাপলা ফুলের
হাসিটা অম্লান।

ঘ্রাণে মুখর হলুদ সাদা
শিউলি ঝরা তল,
ভোরের নরম মিঠেল হাওয়া
ঘাসে শিশির-জল।

ঢেউয়ের নূপুর সকাল দুপুর
খুশির নৃত্যধারা,
বাউলের একতারার সুরে-
গানে জাগায় পাড়া।

মেঘের তুলো উলু ঝুলু
আকাশ পাড়ের মাঠ,
সোনা রোদের গল্প-ঘাটে
বসলো ছড়ার হাট।

 
Electronic Paper