ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
🕐 ৪:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ২৫ মে রাতে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতমাইল গ্রামের আলকাছ মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন (জৈন্তাপুর) থেকে একটি টিম এসে অগ্নিকাণ্ড নির্বাপন এবং ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান। আগুনের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের আহত মনতাজ উদ্দিন (বয়স ৪৫) ঘটনাস্থলে জ্ঞান হারালে দ্রুত তাকে চিকিৎসার জন্য গোয়াইনঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

 
Electronic Paper