ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

তারেক হাবিব, হবিগঞ্জ
🕐 ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। ১৯ ডিসেম্বর রবিবার বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তাগনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতদের মধ্যে ২ সাংবাদিকসহ যুবদল ও ছাত্রদলের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। জানা যায়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনের সময় মানববন্ধন পালনকালে পুলিশের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির মানববন্ধন চলাকালে পুলিশ ঘটনাস্থলে এসে বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। প্রায় ১ ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় একটি গাড়ি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, রাবার বুলেট, শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে মাইটিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশটিভির প্রতিনিধি আমির হামজা, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, যুবদল নেতা শেখ রাসেলসহ ৫ জন গুলিবিদ্ধ হন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিম জানান, মানববন্ধন শেষ পর্যায়ে এসে পুলিশ আমাদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে। মানববন্ধনে বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক মহিলা এমপি শাম্মী আক্তার শিপা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক এমপি শেখ সুজাতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট-পাটকেলে তিনিসহ ৬ পুলিশ সদস্য আহত হন। পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

 

 
Electronic Paper