ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১১ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শ্রীমঙ্গলে নিহত ৪ চা শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
🕐 ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

শ্রীমঙ্গলে নিহত ৪ চা শ্রমিকের পরিবারকে সহায়তা প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে শ্রীমঙ্গলে ভূমি ধসে নিহত ৪ নারী চা-শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় লাখাইছড়া চা-বাগান নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।

চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

অনুষ্ঠানে জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহতদের পরিবারের মাঝে সহায়তা চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ছালিক আহমেদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

প্রসঙ্গত: গত ১৯ আগস্ট লাখাইছড়া চা বাগানের টিলার মাটি ধসে পড়লে ৪ নারী চা শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হন। এরা হলো- হীরা ভূমিজ, রিনা ভুমিজ, পূর্ণিমা ভূমিজ ও রাধা মাহালি।

আজ শুক্রবার এদের প্রত্যেক পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

 
Electronic Paper