ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একই গ্রামে ১০০ পরিবার কোয়ারেন্টাইনে

ঠাকুরগাঁও প্রতিনিধি
🕐 ১:১৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে পাঠানোর পরদিন ওই গ্রামের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়া এলাকার একই পরিবারের পাঁচজনকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন বলেন, ওই পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা জানার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে; পরে তা ঢাকায় পাঠানো হবে।

রোববার আক্রান্তদের স্বজন ও আশপাশের ১০০ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ মিটার দূরে দূরে বসিয়ে প্রতিটি পরিবারকে সাত দিনের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

 
Electronic Paper