ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার, শিক্ষায় বন প্রতিবেশ গড়বে আধুনিক বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ মুক্তির সোপানে জেলা প্রশাসন বন বিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইউসুব আলী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুল হক, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের ৪৩টি স্টল রয়েছে।

মেলা চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নার্সারির মালিকরা ফল, ফুল, ঔষধিসহ বিভিন্ন জাতের চারা গাছ মেলার স্টলে সুসজ্জিত করে রেখেছেন। মেলার উদ্বোধনী শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

 
Electronic Paper