ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফের ঈশ্বরদীর তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই

শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
🕐 ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪

ফের ঈশ্বরদীর তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই

নববর্ষের দিন থেকেই ফের ঈশ্বরদীর তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পারদের কাটা তীব্র তাপপ্রবাহের ছুঁই ছুঁই করছে।

মঙ্গলবার তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি রেকর্ড হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ৩৯.৫ ডিগ্রি আর পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এর আগে এপ্রিলের প্রথম দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি রেকর্ড হয়েছিল। পরে ৬ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে। ঈশ্বরদী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীসহ পাশ্ববর্তী এলাকায় পারদের কাঁটা মাঝারি তাপপ্রবাহর নিম্নতম সীমা অতিক্রম করে তীব্র তাপপ্রবাহের কাটা ছুঁই ছুঁই করছে। রবিবার ৩৯ ডিগ্রি রেকর্ডের পর সোমবার বেড়ে ৩৯.৫ ডিগ্রি হয়ে ছিল। আর আজ ৩৯.৮ ডিগ্রি রেকর্ড করা হল। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

 
Electronic Paper