সার্টিফাইড নয় কোয়ালিফাইড হতে হবে
শাকির হোসাইন
🕐 ৯:৩১ অপরাহ্ণ, জুন ০৭, ২০২৩
ইংরেজিতে দু’টি শব্দ আছে- সার্টিফাইড ও কোয়ালিফাইড। এই শব্দ দুুটি দ্বারা মূলত বোঝানো হয় যে, শুধু সার্টিফিকেট অর্জন নয় বরং সার্টিফিকেটের পাশাপাশি নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা। কেননা, একজন ব্যক্তি তার জীবনে কতটুকু সফল হবেন তা নির্ভর করে ওই ব্যক্তির কর্মদক্ষতা ও যোগ্যতার ওপর।
বর্তমান সময়ে লক্ষ করলে দেখা যায়, আমাদের অধিকাংশ ছাত্র-ছাত্রীরা পড়াশোনা নিয়ে যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তা কেবল একটি সার্টিফিকেট ভারী করা ব্যতীত আর কিছুই নয়। তোতা পাখির বুলিতে জিপিএ ও সিজিপিএ অর্জনই যেন তাদের একমাত্র উদ্দেশ্য। অথচ, শিক্ষা গ্রহণের উদ্দেশ্য এটি হবার কথা ছিল না। শিক্ষা হবে জ্ঞানার্জন এবং নিজেকে তৈরি করার প্রচেষ্টা।
আমাদের সমাজে অহরহ লক্ষ করা যাচ্ছে- অনেকেই আছেন পড়ালেখা করে কেবল সার্টিফিকেট অর্জন করার উদ্দেশ্য। ফলে তারা ব্যক্তিজীবন তথা সমাজ ও রাষ্ট্রের খুব ভালো ভূমিকা রাখতে পারছে না। এতে একদিকে হচ্ছে হতাশাগ্রস্থ অন্যদিকে বাড়ছে বেকারত্বেও হার। তাই আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য হোক কোয়ালিটি সম্পন্ন জ্ঞান অর্জন করে দক্ষতাসম্পন্ন সুনাগরিক হয়ে আগামী স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা।
লেখক: উপাধ্যক্ষ, শহীদ এসএ মেমোরিয়াল ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেক্সটাইল কলেজ