ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ | ১৮ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভোলায় জেলেদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি
🕐 ৯:১৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯

ভোলায় নিষেধাজ্ঞাকালে জেলেদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান, অতিদরিদ্র জেলেদের ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন জেলেরা। বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের আয়োজনে ভোলা প্রেস ক্লাবের সামনের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জেলা ক্ষুদ্রজীবী মৎস্য সমিতির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি এরশাদ, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের সিনিয়র সমন্বয়কারী জহিরুল ইসলাম, সহ-সমন্বকারী সোহেল মাহমুদ, প্রকল্প সমন্বয়কারী খোকন চন্দ্র শীল প্রমুখ।

বক্তারা বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে ২ মাস, মা ইলিশের অভিযান ২২ দিন নদীতে মাছ শিকারের প্রতি সরকার নিষেধাজ্ঞা করে। এখন নতুন করে সাগরে ৬৫ দিন মাছ শিকার করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

 
Electronic Paper