ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দখলে বিল ঝুগনিদহ

মিঠু আহমেদ, জামালপুর
🕐 ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৯

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিল ঝুগনিদহ এক সময় সবার জন্য উন্মুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল দখল করে রেখেছে। এতে বিপাকে পড়েছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ।

গ্রামবাসীর অভিযোগ, ঝুগনিদহ বিলের পানি ব্যবহার করে করে চলতো চাষাবাদ, আর মাছ শিকার করে জীবিকা নির্বাহ হতো অনেক পরিবারের। কিন্তু বিলটি প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় এখন তা সম্ভব হয় না। বিলটি দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করে খনন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় মোয়াজ্জেম হোসেন, সফর শেখ, গণি মিয়াসহ অনেকেই জানান, ঝুগনিদহ বিলটি যখন উন্মুক্ত ছিল, তখন আশপাশের তিন গ্রামের মানুষ বিলের পানিতে গোসল করতো, চাষাবাদ করতো। অনেকেই মাছ শিকার করে বাজারে বিক্রি করে সংসার চালাতো। কিন্তু প্রভাবশালীরা বিল দখল করে নেওয়ার পর থেকে এখন তা সম্ভব হয় না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, ঝুগনিদহ বিল দখল করে পুকুর খনন এবং বাঁধ নির্মাণ করা সম্পূর্ণরূপে অবৈধ। তাই দ্রুত সময়ের মধ্যে বিলটি অবৈধ দখলমুক্ত করা হবে। বিলটি খনন করা হবে। এতে করে বিলটি ফিরে পাবে তার চীরচেনা রূপ।

 
Electronic Paper